উইন্ডোজে ইন্সটল
প্রথমে এই লিঙ্ক ঢুকে যান। লাল দাগ দেওয়া অংশে ক্লিক করে ডাউনলোড করে নিন। ৩২ বিট আর ৬৪ বিটের কোন ঝামেলা নাই।
ইন্সটল দেওয়ার সময়ে একটা উইন্ডো আসবে Select Components এখানে ৪ টা অপশন আসবে আমি হাবলু বিধায় ৪ টা অপশন রেখেই ইন্সটল দিছি। আপনারা চাইলে 32-bit files এবং 64-bit files যেকোন একটি ইন্সটল করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আপনার ওএস কত বিটের। কিভাবে দেখবো? cmd ওপেন করেন লিখুন systeminfo সব বাহির হয়ে যাবে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন System Type এক জায়গায় লিখা আছে। দেখুন x64-based PC এর মানে ৬৪ বিট বা x86-based PC এর মানে ৩২ বিট। যা আছে সেটা রেখে বাকীটা আনমার্ক করে দিতে পারেন। শুধু একটা অপশন আনমার্ক করবেন। অন্য গুলা যাতে আনমার্ক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সহজেই বুঝার সুবিধার্থে
লিনাক্সে ইন্সটল
লিনাক্সের টান মুশকিল আসান। খুব সহজেই লিনাক্সে আর ইন্সটল করা যায়। প্রথমে টার্মিনাল ওপেন করে ঝটপট দুইটা কমান্ড টাইপ করে ফেলি।
sudo apt-get update
sudo apt-get install r-base
পার্সওয়াড দিলেই আর সব কিছু ঠিকঠাক থাকলে কেল্লা ফাতে। টার্মিনালে R লিখলেই আর এর জন্যে এনভাইরনমেন্ট ওপেন হয়ে যাবে অথবা ম্যানু থেকে R সার্চ করলেও হবে।
ম্যাকে ইন্সটল
প্রথমে এই লিঙ্কে ঢুকে নিজের ডিস্ট্রো অনুযায়ী নামিয়ে নিন। যারা ম্যাক বুক চালায় আশা করি তাদের বলে দেওয়া লাগবে না পুরো প্রসেস। সত্যি কথা বলতে আমার ম্যাক বুক নাই! ম্যানু থেকে R সার্চ করে ওপেন করে নিন।
আইডিই ও টেক্সট এডিটর লাগবে
IDE মানে হল Integrated development environment. যেমন সি এবং সি++ কোড লিখার আমরা সবাই কোডব্লকস ব্যবহার করি। কিংবা জাভার জন্যে নেটবিনস বা ইক্লিপস এবং পাইথনের জন্যে পাইথন আইডিএলই বা পাইচার্ম। ঠিক এইরকমই আর এর জন্যে আরষ্টুডিও আছে।
প্রথমে এই লিঙ্কে ঢুকলে দেখবেন অনেকগুলা অপশন আছে ফ্রি বা টেকা টুকা দিয়া কিনার জন্যে অপশন। আপাতত ফ্রি চালান, তাই ডাউনলোড বাটনে প্রেস করে নিজের ডিস্ট্রো অনুযায়ী ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর নরমাল সফটওয়্যার এর মত ইন্সটল করে নিন।
টেক্সট এডিটর এর জন্যে বাজারে সবচেয়ে ভালো টেক্সট এডিটর গুলোর মধ্যে হচ্ছে সাবলাইম টেক্সট, এটম এবং ভিজুয়াল স্টুডিও কোড। নেটে সার্চ করে নামিয়ে নিন নিজের ডিস্ট্রো অনুযায়ী। না পারলে ইউটিউব গুতান।
আজ গরিব বলে
আমার তো কম্পিউটার নাই। তাহলে উপায় কি? অনলাইনেও চাইলে কোড করা যায় সেজন্যে লাগবে নেট আর যেকোণ এনড্রয়েড ফোন। তো দেখা যাক কোথায় অনলাইনে কোড করা যায়। নিচে কয়েকটা লিঙ্ক দিলাম,
http://rextester.com/l/r_online_compiler
https://www.jdoodle.com/execute-r-online
https://www.tutorialspoint.com/execute_r_online.php
https://paiza.io/en/projects/new?language=r
আরো লাগবে? ইচ্ছা থাকলে উপায় হয়। চাইলে যেকোণ ভাবেই শিক্ষা গ্রহণ করা যায়।
অনলাইনে অনেক সময় আমাদের সাহায্যের জন্যে কোড শেয়ার করা লাগতে পারে সেক্ষেত্রে আমরা নিচের লিঙ্ক গুলার মধ্যে যেকোণ একটাতে কোড শেয়ার করে রাখতে পারি।
গিটহ্যাবে আপলোড করা তুলনামূলক একটু কঠিনই তবে বাকিগুলাতে খুব সহজেই পোষ্ট করে লিঙ্ক শেয়ার করা যাবে।